গ্রেনেড হামলায় আইভি রহমানসহ নিহত সকলের স্মরণে মেহেরপুর যুবলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  08:18 PM, 24 August 2020

২১শে আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত
আইভি রহমানসহ সকল শহীদের স্মরনে মেহেরপুর জেলা যুবলীগের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে পৌর কমিনিউটি সেন্টারে জেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনের সভাপতিত্বে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা হাসানুজ্জামান হিলন, সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মিজানুর রহমান অপু, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সাজেদুর রহমান সাজু, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হাজী সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মুন্টু, বাগোয়ান ইউনিয়ন যুবলীগের সভাপতি আজিজুল হক মংলা, আমঝুপি ইউনিয়ন যুবলীগের সভাপতি শামসুজ্জামান চমন, সহ যুবলীগের নেতাকর্মীরা।এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য আমানুর রহমান সোহেল, ইউনুস আলী, সাইফুল ইসলাম উজ্জল, আমদহ ইউনিয়ন যুবলীগের সভাপতি সুইট ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, বুড়িপোতা ইউনিয়ন যুবলীগের সভাপতি রুমেল মোল্লা ও সাধারণ সম্পাদক উজ্জ্বল হোসেন, পিরোজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ইস্কান্দার মাহমুদ বিপ্লব, মহাজনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মফিজুল ইসলাম মজনু সাধারণ সম্পাদক আরিফুল হক মিঠু , মোনাখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল খালেকসহ জেলা যুবলীগের সকল ইউনিয়ন ইউনিট প্রধানগন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবার ও ২১শে আগস্ট গ্রেনেড হামলায় আইভি রহমানসহ নিহত সকলের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।

Ivy Rahman and others were killed in the grenade attack Meherpur Juba League discussion meeting and prayer mahfil was held in the memory of all

Killed in a horrific grenade attack on 21st AugustA discussion meeting of Meherpur District Juba League has been held in memory of all the martyrs including Ivy Rahman. Former student leader Hasanuzzaman Hilon, joint convener of Sadar Upazila Juba League Mizanur Rahman Apu, member of the convening committee of the district Juba League Sajedur Rahman Saju, former general secretary of Chhatra League Juba League spoke at the Municipal Community Center on Monday afternoon. President Haji Saiful Islam, General Secretary Muntu, President of Bagoan Union Juba League Azizul Haque Mongla, President of Amjhupi Union Juba League Shamsuzzaman Chaman and other leaders and workers of Juba League.District Juba League members Amanur Rahman Sohel, Yunus Ali, Saiful Islam Ujjal, Amdaha Union Juba League President Suite and General Secretary Abdus Samad, Buripota Union Juba League President Rumel Mollah and General Secretary Ujjwal Hossain, Pirojpur Union Juba League President Iskandarb Mah, Iskandarb Mah Union Juba League President Mofizul Islam Majnu General Secretary Ariful Haque Mithu, Monakhali Union Juba League President Abdul Khaleq and all the union unit heads of the district Juba League. After the ceremony, Prime Minister Sheikh Hasina and her family and on 21st August Prayers were offered in memory of all those killed in the grenade attack, including Ivy Rahman.

আপনার মতামত লিখুন :