গাংনী সীমান্তে ২’শ ৯৪ বোতল ফেন্সিডিল উদ্ধার
মেহেরপুরের গাংনী উপজেলার কুষ্টিয়া ব্যাটালিয়ান ৪৭ বিজিবি তেতুলবাড়ি সীমান্ত থেকে ২৯৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করেছে বিজিবি।
বৃহস্পতিবার কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সন্ধ্যা সাতটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার ভোর ৫ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলাধীন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ তেতুলবাড়ী বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ মহিউদ্দিন এর নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে মথুরাপুর বাঁশ ঝাড় নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২৯৪(দুইশত চুরানব্বই) বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় ২,৩৫,২০০(দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার দুইশত) টাকা।