গাংনী সীমান্তে ভারতীয় গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার
মেহেরপুরের গাংনী উপজেলার কুষ্টিয়া ব্যাটালিয়ান ৪৭ বিজিবি রংমহল সীমান্ত থেকে ২ হাজার পিস ভারতীয় গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।
আজ শুক্রবার কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার দুপুর ১ টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলাধীন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ রংমহল বিওপির টহল কমান্ডার হাবলিদার মোঃ সেলেমি ভূইয়া এর নেতৃত্বে বাংলাদশেরে অভ্যন্তর খাসমহল কবরস্থান নামক স্থান চোরাচালান বিরোধী অভযিান পরচিালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২০০০(দুই হাজার) পিস গরু মোটাতাজাকরন ট্যাবলটে উদ্ধার করেছে বিজিবি যার মূল্য প্রায় ৪০,০০০(চল্লশি হাজার) টাকা।