গাংনী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাবলেট ও মদ উদ্ধার
মেহেরপুরের গাংনী উপজেলার কুষ্টিয়া ব্যাটালিয়ান ৪৭ বিজিবি ধলা সীমান্ত থেকে ১ হাজার একশ পিচ ভারতীয় গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার করেছে ধলা বিজিবি।
এদিকে একই দিনে কাজিপুর বিজিবি’র সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫ বোতল বেঙ্গল টাইগার মদ ও ১ হাজার পিচ ভারতীয় গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার করেছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) বিষয়টি নিশ্চিত করে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ নভেম্বর ২০২০ তারিখ সকাল ৭ টার সময় মেহেরপুর জেলার গাংনী উপজেলাধীন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ ধলা বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ফারুক সিদ্দিকি এর নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে ধলা মাঠ নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১,১০০(এক হাজার একশত) পিচ গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার করে বিজিবি, যার মূল্য প্রায় ৪৪,০০০ (চুয়াল্লিশ হাজার) টাকা।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ৫ নভেম্বর ২০২০ তারিখ বিকাল সাড়ে তিনটার দিকে মেহেরপুর জেলার গাংনী উপজেলাধীন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ কাজিপুর বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ ইদ্রিস আলী এর নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে কাজিপুর বর্ডার পাড়া মাঠ নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৫(পনের) বোতল বেঙ্গল টাইগার মদ এবং ১,০০০(এক হাজার) পিচ গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার করে বিজিবি, যার মূল্য প্রায় ৫৫,০০০(পঞ্চান্ন হাজার) টাকা।