গাংনী সীমান্তে ফেন্সিডিল সহ মাদক পাচারকারী আটক

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  11:32 PM, 17 November 2020

মেহেরপুরের গাংনী সীমান্তে পৃথক অভিযানে ফেন্সিডিল সহ বহর আলী (২৫) নামের এক মাদক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

গতকাল দুপুরে উপজেলার তেঁতুলবাড়িয়া মাঠ থেকে তাকে আটক করা হয়। আটককৃত বহর আলী মথুরাপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লে: কর্নেল ফরহাদ হারুন চৌধুরী জানান, তেঁতুলবাড়ী বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ মজিবুর রহমান এর নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে তেঁতুলবাড়ীয়া মাঠ নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে একজন আসামীসহ ভারতীয় ৮৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

অপরদিকে তেঁতুলবাড়ী বিওপি’র টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ মহিউদ্দিন এর নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর মাঠ নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৮৮বোতল ফেন্সিডিল উদ্ধার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিলের আনুমানিক মূল্যে ১ লাখ ৪২ হাজার টাকা। এদিকে গাংনী থানা সূত্র জানায়, ৮৯ বোতল ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় বহর আলীকে আসামী করে গাংনী থানায় একটি মামলা করেছে বিজিবি।

আপনার মতামত লিখুন :