গাংনী সীমান্তে ফেন্সিডিল,মদ ও ট্যাবলেট উদ্ধার

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  07:11 AM, 02 November 2020

মেহেরপুরের গাংনী সীমান্তে ফেন্সিডিল মদ ও গরু মোটাতাজা করণ ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। রবিবার দুপুরে উপজেলার সহড়াতলা ও কাজিপুর সীমান্ত থেকে পরিত্যাক্ত অবস্থায় ফেন্সিডিল মদ ও মোটাতাজা করণ ট্যাবলেট উদ্ধার করা হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লে: কর্নেল ফরহাদ হারুন চৌধুরী জানান,সহড়াতলা বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ শাহীন আলম এর নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে রিফুজিপাড়া নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১৬ বোতল ফেন্সিডিল এবং ২ দুই হাজার পিস ভারতীয় গরু মোটা তাজাকরণ ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপরদিকে একই দিনে কাজিপুর বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ ইদ্রিস আলী এর নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে কাজিপুর বর্ডার পাড়া মাঠ নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২০ বোতল বেঙ্গল টাইগার মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ফেন্সিডিল,মদ ও মোটাতাজা করণ ট্যাবলেটের আনুমানিক মূল্যে লক্ষাধিক টাকা।

আপনার মতামত লিখুন :