গাংনী সীমান্তে পৃথক অভিযানে গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার
মেহেরপুরের গাংনী উপজেলার কুষ্টিয়া ব্যাটালিয়ান ৪৭ বিজিবি ধলা সীমান্ত থেকে ৯৯০ পিচ ভারতীয় গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার করেছে ধলা বিজিবি।
এদিকে একই দিনে তেতুলবাড়ি বিজিবি’র সদস্যরা মাদকবিরোধী অভিযান চালিয়ে আরো ২ হাজার পিচ ভারতীয় গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার করেছে।
সোমবার সন্ধ্যা সাতটার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) বিষয়টি নিশ্চিত করে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ০২ নভেম্বর ২০২০ তারিখ আনুমানিক বিকাল সাড়ে ৫ টার দিকে মেহেরপুর জেলার গাংনী উপজেলাধীন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ ধলা বিওপি’র টহল কমান্ডার নায়েক মোঃ নুরুজ্জামান এর নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে ধলার মাঠ নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৯৯০(নয়শত নব্বই) পিচ গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার করেছে।যার মূল্য প্রায় ৩৯,৬০০ (ঊনচল্লিশ হাজার ছয়শত) টাকা।
প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, সোমবার বিকাল ৪ টার দিকে উপজেলাধীন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ তেঁতুলবাড়ী বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ এমরান হোসেন এর নেতৃত্বে বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপুর মাঠ নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২,০০০(দুই হাজার) পিচ গরু মোটাতাজাকরণ ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি, যার মূল্য প্রায় ৮০,০০০ (আশি হাজার) টাকা।