গাংনী সরকারী ডিগ্রী কলেজ ছাত্রলীগের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন পালন
মেহেরপুরের গাংনী সরকারী ডিগ্রী কলেজ ছাত্রলীগের উদ্যোগে কেককাটা আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৬তম জন্মদিন পালন করা হয়। রবিবার বিকালে হাসপাতাল বাজারে কেককাটা আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথী ছিলেন গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক গোলাম মোস্তফা। কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসিবের সভাপতিত্বে
পৌর কাউন্সিলর নবীর উদ্দীন,গাংনী উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহবায়ক মো: দেলোয়ার হোসেন মিঠু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জাভেদ আজীম ডলার, সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম সাগর, কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সজীব হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সজল আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আল মুস্তাকিন সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।