গাংনী শহর থেকে অচেতন অবস্থায় কুষ্টিয়ার কসাই উদ্ধার
কুষ্টিয়া থেকে মেহেরপুরগামী চলন্ত বাসে চড়ে গরুর হাটে যাওয়ার সময় মতিয়ার রহমান (৫০) নামের এক মাংস ব্যবসায়ী (কসাই) অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে পকেটে রাখা ৩০ হাজার টাকা খুইয়েছেন। কসাই মতিয়ার কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছত্রাগাছা গ্রামের বড়াইপাড়ার
মোলা হকের ছেলে।
সোমবার (২৫ জুলাই) দুপুরে মতিয়ারকে মেহেরপুরের গাংনী উপজেলা শহরের মেইন বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনী থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে গাংনী থানা পুলিশ। পরে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কসাই মতিয়ার রহমানের স্ত্রী ইসমতারা খাতুন জানান,আমার স্বামী মতিয়ার সোমবার সকাল ১০টার দিকে মিরপুরের কাতলামারী হাটে গরু কেনার জন্য বাসযোগে রওনা দেয়। তার কাছে ৩০ হাজার টাকাও ছিল। বাসে চড়ে যাওয়ার সময় কোন চক্র তাকে অজ্ঞান করে টাকাগুলো নিয়ে গেছে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।