গাংনী মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  02:04 PM, 27 September 2024

মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রী কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন অধ্যক্ষ খোরশেদ আলী।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে মহিলা কলেজ শিক্ষক মিলনায়তনে এ সংবাদ সমে¥লনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অধ্যক্ষ খোরশেদ আলী জানান, তিনি কলেজ প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ। বেশ সুনামের সাথে কলেজ পরিচালনা করছেন তিনি। সম্প্রতি রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের সাথে সাথে কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক সাজেদুল ইসলাম বুলু ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক বেদারুল আলম অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছেন। শিক্ষক বেদারুল ইসলাম নিজেকে অধ্যক্ষ দাবী করে কলেজের শিক্ষক হাজিরা খাতা নিজের কাছে রেখেছেন সেই সাথে মিথ্যা অভিযোগ তুলে প্রেসক্লাবের সম্মুখে মানববন্ধন করেন।

লিখিত বক্তব্যে অধ্যক্ষ খোরশেদ আলী আরো জানান, সাজেদুল ইসলাম বুলু ও বেদারুল আলম কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করে শিক্ষার পরিবেশকে বিতর্কিত করছেন। তারা এখতিয়ার বহির্ভূত বিষয় নিয়ে বিভিন্ন মানুষকে ভুল বুঝিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছেন।

এই দুই শিক্ষকের হাত থেকে কলেজটিকে বাঁচাতে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছেন অধ্যক্ষ খোরশেদ আলী।

আপনার মতামত লিখুন :