গাংনী মহিলা ডিগ্রী কলেজে একাদশ শ্রেণীর ক্লাস উদ্বোধন

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:17 PM, 08 August 2024

মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রী কলেজে একাদশ শ্রেণীর ক্লাস উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ক্লাস উদ্বােধন করা হয়।
উদ্বােধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের সহকারি অধ্যাপক সাজেদুল ইসলাম বুলু।
এসময় বক্তব্য রাখেন কলেজের সহকারী অধ্যাপক যথাক্রমে- বেদারুল আলম, হারুন অর রশিদ রবি, মনোয়ার হোসেন, আলাউদ্দীন আল আজাদ, আফরোজা পারভীন পান্না, দিলরুবা সুলতানা, রফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে,নবাগত ছাত্রীদের উদ্দেশ্যে বক্তারা বলেন,দীর্ঘ প্রতীক্ষার পর তােমাদের নতুন জীবনের সূচনা হলাে আজ। আমরা চেষ্টা করি তােমাদের জীবনটি সুন্দর করে গড়ে তুলতে। সেক্ষেত্রে তােমাদের ইচ্ছা-মনােবল ও লক্ষ্য থাকতে হবে অটুট। তবেই মানুষের মতাে মানুষ হওয়া সম্ভব।

আপনার মতামত লিখুন :