গাংনী বাজার কমিটি নির্বাচনী তফশীল ঘোষণা
মেহেরপুরের গাংনী বাজার কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ার এক বছর পর ত্রি-বাষিক নির্বাচনী তফশীল ঘোষণা করা হয়েছে। আজ সোমবার বেলা ১১ টার দিকে গাংনী বাজার কমিটির কার্যালয়ে আনুষ্ঠানিক তফশীল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশনের প্রধান উপদেষ্টা উপজেলা চেয়ারম্যান এমএ খালেক তফশীল ঘোষনা করেন। মার্কেট মালিক সমিতির সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন গাংনী থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুর রাজ্জাক, নির্বাচন কমিশনের সদস্য আনারুল ইসলাম বাবু, মাজেদুল হক মানিকসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। বিগত ২০১৮ সালের ২৯ জানুয়ারী গাংনী বাজার কমিটির সর্ব শেষ নির্বাচন অনুষ্ঠিত হয়।