গাংনী বাজার কমিটির শপথ গ্রহণ
মেহেরপুরের গাংনী বাজার কমিটির নব নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) দুপুরে গাংনী বাসস্ট্যান্ড সংলগ্ন মন্ডল মার্কেটের সামনে এ শপথ গ্রহন অনুষ্ঠিত হয়।
গাংনী বাজার কমিটি নির্বাচন কমিশন আয়োজিত অনুষ্ঠানে সভাপতি মোঃ সালাউদ্দিন শাওন সভাপতি, সাধারণ সম্পাদক মোঃ রফিক, সহসভাপতি তুহিন রেজা, সহসাধারণ সম্পাদক রাজিব মিয়া রাজু, অর্থ সম্পাদক মামনুর রশীদ, প্রচার সম্পাদক কামরুজামান বাবুসহ সকলকে শপথ বাক্য পাঠ করিয়েছেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
শপথ অনুষ্ঠানে কমিটির গঠনতন্ত্র পাঠ করেন নির্বাচন কমিশনের সদস্য মাজেদুল হক মানিক।
অনুষ্ঠানে মেহেরপুর-২(গাংনী) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মকুল, গাংনী থানা (ওসি) তদন্ত মনোজিৎ কুমার নন্দিসহ রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।