গাংনী পৌর সভার মনোনয়ন নৌকার প্রার্থী আহম্মেদ আলী’র সাংবাদিকদের মতবিনিময়

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  06:25 PM, 06 January 2021

মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী আহম্মেদ আলী গাংনী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদের চেয়ারম্যান এর কার্যালয়ের সামনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক।

সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মকবুল হোসেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল হক মাস্টার, সাবেক উপজেলা চেয়ারম্যান এ কে এম শফিকুল ইসলাম, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক নুরজাহান বেগম, গাংনী পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনারুল ইসলাম বাবু, যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক শফি কামাল পলাশ, রাইপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম সাকলায়েন ছেপু।

অনুষ্ঠানে গাংনী প্রেসক্লাবের সভাপতি প্রভাষক রমজান আলী, সাধারন সম্পাদক মাহবুব আলম, প্রেসক্লাবের সহসভাপতি মজনুর রহমান আকাশ, আরটিভি প্রতিনিধি মাজেদুল হক মানিক, দৈনিক লাখোকন্ঠের জেলা প্রতিনিধি রফিকুল আলম বকুল,মুভিবাংলা টেলিভিশন এর গাংনী প্রতিনিধি রাব্বি আহমেদ,জেটিভির মেহেরপুর প্রতিনিধি মিনারুল ইসলামসহ প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন ।

গাংনী পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী সাবেক মেয়র আহাম্মদ আলী নিরপেক্ষ নির্বাচনের জন্য সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন ।

 

আপনার মতামত লিখুন :