গাংনী পৌর মেয়র আহম্মেদ আলীর বড় ভাই আবু বক্করের ইন্তেকাল
মেহেরপুরের গাংনী পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আহম্মেদ আলীর বড় ভাই আবু বক্কর
মন্ডল ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী,২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আবু বক্কর গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত বশির উদ্দীন মন্ডলের বড় ছেলে।
রবিবার (১৯ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে তিনি হেমায়েতপুর বাজারে মারা যান।
আবু বক্করের ছােট ভাই ও গাংনী সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু জানান,আমার বড় ভাই আবু বক্কর রবিবার বিকেলে হেমায়েতপুর বাজারে গিয়েছিলেন। সেখানে অবস্থান কালে হঠাৎ স্ট্রােক করেন। পরে চিকিৎসা দেয়ার আগেই তিনি মারা যান।
রবিবার বাদ এশার নামাজ পর চাঁদপুর ঈদগাহ মাঠে আবু বক্করের জানাজা নামাজ শেষে স্থানীয় গােরস্থান ময়দানে দাফন সম্পন্ন হবে।
এদিকে,আবু বক্করের মৃত্যুতে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ শােক প্রকাশ করেছেন।