গাংনী পৌর মেয়রের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
মেহেরপুরে গাংনী পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য আহমেদ আলীর বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে পৌরবাসী।
আজ রোববার বিকেল সাড়ে পাঁচটার দিকে পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ঝাড়ু মিছিল বের হয়ে গাংনী বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এ ঝাড়ু মিছিলে পৌর এলাকার নারী-পুরুষেরা উপস্থিত ছিলেন।
ঝাড়ু মিছিলে অংশ নেওয়া নারী পুরুষেরা জানান, পৌরসভা থেকে সরকারি বরাদ্দকৃত পায়খানা দেওয়ার জন্য ১০-১৫ হাজার টাকা উৎকোচ চাওয়া, বিভিন্ন সময় পৌরসভা থেকে সরকারি সুযোগ-সুবিধা না দেওয়া। রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন তা না রাখা। পানির লাইন দেওয়া হলেও ঠিকমতো পৌরবাসীকে পানির সুবিধা না দিয়ে অর্থ আদায়, নিয়ম বহির্ভূতভাবে পৌর মার্কেটের নামে অর্থ উত্তোলনসহ একাধিক অভিযোগে নারী পুরুষ সহ মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাহিদুজ্জামান শিপু সহ পৌর এলাকার দুই শতাধিক মহিলা সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।