গাংনী পৌর বিএনপি সাধারণ সম্পাদক মেঘলা আটক
মেহেরপুরের গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যায় গাংনী বাজারের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
মকবুল হোসেন মেঘলার বড় ভাই জামাল উদ্দিন বলেন, সমস্ত মামলায় জামিনে থাকার পরও তাকে আটক করা হয়েছে। অবিলম্বে তিনি মুক্তি দাবি করেন।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: তাজুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে।