গাংনী পৌর পশু জবেহ খানার উদ্বোধন
মেহেরপুরের গাংনী পৌর পশু জবেহ খানার উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার বিকেল ৫ টার দিকে ফিতা কেটে জবেহ খানার উদ্বোধন করেন গাংনী পৌর মেয়র মো. আশরাফুল ইসলাম। প্রায় ১২ লক্ষ টাকা ব্যয়ে জবেহ খানাটি নির্মাণ করা হয়। এসময় ৬ নং ওয়ার্ড কাউন্সিলর নবীরউদ্দিন, ৭ নং ওয়ার্ড কাউন্সিলর বদরুল আলম বুদু, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর বাবুল আক্তার, উপ-সহকারী প্রকৌশলী শামীম রেজা, নকশাকার হুমায়ুন কবির, বিদ্যুৎ শাখার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার জামিউল ইসলামসহ পৌর সভার কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।