গাংনী পৌর নির্বাচন উপলক্ষে বিএনপির কর্মী সভা
মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচন উপলক্ষে কর্মী সভা করেছে বিএনপি। শনিবার সন্ধ্যায় শিশিরপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মুন্নাফ আলী। এসময় গাংনী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও মেয়র প্রার্থী আসাদুজ্জামান বাবলু,সাবেক উপজেলা চেয়ারম্যান মুরাদ আলী,পৌর কৃষকদেলের সভাপতি আব্দুল মান্নান, সাধারন সম্পাদক শরিফুল রইসলাম, বিএনপি নেতা আব্দুল গনী, আব্দুল খালেক, ইমন আহমেদ, মেহেরপুর জেলা ছাত্রদলের সভাপতি নাজমুল হুসাইন,গাংনী উপজেলা ছাত্রদলের সভাপতি নাজমুল খান,গাংনী পৌর ছাত্রদের সভাপতি ইমন, সরকারী ডিগ্রী কলেজের সভাপতি জুনাইদ আহমেদ সহ বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।