মেহেরপুরের গাংনী উপজেলার আসন্ন পৌর নির্বাচনে সাধারণ কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের সকল প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর জেলা নির্বাচন অফিস মিলনায়তনে প্রার্থীদের মনোনয়নপত্র। যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়।নির্বাচনের মেহেরপুর গাংনী পৌর সভার নোটিশ বোর্ডে ৯ জন কাউন্সিলর হওয়ার লক্ষ্যে ৪০ জন এবং তিনটি সংরক্ষিত মহিলা আসনের জন্য ১০ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন।
গাংনী পৌরসভা নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব প্রাপ্ত জেলা নির্বাচন অফিসার আহমেদ আলী যাচাই-বাছাই শেষে প্রার্থীদের নাম ঘোষণা করেন। এতে ১নং ওয়ার্ডে মিজানুর রহমান, আলমগীর হোসেন, সুজন আলী,সাইফুজামান,শামসুদ্দিন শেখ।
২ নং-ঃ আলীহীম,মোখলেসুর রহমান, মিজানুর রহমান। ৩ নং -ঃ জহিরুল ইসলাম, মোঃ বুলু,আব্দুল লতিব, মোঃ আসাদুজ্জামান, মোঃ সামিউল ইসলাম। ৪ নং-ঃ মো মিজানুর রহমান, মোঃ আসেেল উদ্দীন। ৫ নং-ঃ মোঃ আতিয়ার রহমান, মোঃ বজলু, মোঃ বাবুল আখতার, মোঃ ইয়ামিন আলী বাবলু। ৬ নং-ঃ মোঃ মোখলেছুর রহমান,রবিউল ইসলাম,নাসির উদ্দীন,সাইদুর রহমান, মনিরুজামান,মোঃ শাহিনুজামান, আদির উদ্দীন,নবীর উদ্দিন। ৭ নং-ঃ মোঃ বদরুল আলম,মোঃ মকসেদ আলী,মোঃ সানোয়ার হোসেন, মোঃ মোতালেব হোসেন।
৮ নং-ঃ সাহিদুল ইসলাম, হাফিজুল ইসলাম আক্তারুল, মোখলেছুর রহমান।
৯ নং ওয়ার্ডে আব্দুল জলিল, মমিনুল ইসলাম, এনামুল হক, জাকির হোসেন, রাশিদুল ইসলাম।
এদিকে পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১ নম্বর(১,২,৩, ওয়ার্ল্ড) সংরক্ষিত কাউন্সিলর ফিরোজা খাতুন, পারভিন আক্তার।২ নম্বর (৪,৫,৬, ওয়ার্ল্ড)
মলিদা খাতুন, ঝরনা খাতুন, আনোয়ারা খাতুন। ৩ নম্বর(৭,৮,৯ ওয়ার্ল্ড) মার্জিনা খাতুন, মমতাজ বেগম, সাজেদা খাতুন, পারভীনা খাতুন, কানিজ ফাতেমা।
সম্পাদক ও প্রকাশকঃ রাব্বী আহমেদ খালিদ
মোবাইলঃ ০১৭১৯-৩৯৩৩৪৪
ই-মেইল: rabbi.meherpur1@gmail.com