গাংনী পৌর নির্বাচনে মেয়র প্রার্থী আহম্মেদ আলী বিজয়ী
মেহেরপুরের গাংনী পৌর নির্বাচেন আওয়ামী লীগের মনােনিত নৌকা প্রার্থী আহম্মেদ আলী ৯৪৬০ ভােট পেয়ে মেয়র পদে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম জগ মার্কা প্রতীক নিয়ে পেয়েছেন ২৬৫১ ভােট,বিএনপির মনােনিত প্রার্থী আসাদুজ্জামান বাবলু ধানের শীষ মার্কা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮৮,ইসলামী আন্দােলন বাংলাদেশ-এর মনােনিত প্রার্থী আবু হুরাইরা হাতপাখা মার্কা প্রতীক নিয়ে পেয়েছেন ২৩০ ভােট ও স্বতন্ত্র প্রার্থী আনারুল ইসলাম রর্শি মার্কা প্রতীক নিয়ে ৫৭ ভোট পেয়েছেন।
আজ শনিবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় বেসরকারি ফলাফল ঘোষণা করেছেন গাংনী উপজেলা নির্বাচন আব্দুল আজিজ।
নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ১নম্বর ওয়ার্ডে আলমগীর হোসেন, ২ নম্বর ওয়ার্ডে মিজানুর রহমান, ৩ নম্বর ওয়ার্ডে সামিউল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ডে আছেল উদ্দিন, ৫ নম্বর ওয়ার্ডে আতিয়ার রহমান, ৬ নম্বর ওয়ার্ডে নাসির উদ্দিন, ৭ নম্বর ওয়ার্ডে মকছেদ আলী, ৮ নম্বর ওয়ার্ডে হাফিজুল ইসলাম ও ৯ নাম্বার ওয়ার্ডে রাশেদুল ইসলাম খোকন বেসরকারিভাবে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১,২,৩ নং ওয়ার্ডে ফিরোজা খাতুন, ৪,৫,৬ নং ওয়ার্ডে ঝর্না খাতুন ও ৭৮৯ নং ওয়ার্ডে সাজিদা খাতুন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
গাংনী পৌরসভার ৯টি কেন্দ্রে ২০ হাজার ৩৫৭ জন ভোটার রয়েছে। এর- মধ্যে পুরুষ ভোটার ৯ হাজার ৭৬০জন ও নারী ভোটার রয়েছে ১০ হাজার ৫৯৭ জন।
এদিকে শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভােটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচন চলাকালীন সাধারণ কাউন্সিলের লােকজনদের মধ্য হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে।
নির্বাচনে পাঁচ মেয়র প্রার্থী ছাড়াও সাধারণ সদস্য পদে ৩৭ জন ও সংরক্ষিত নারী আসনে ১০ জন প্রতিদ্বন্দ্বীতা করেছেন। তবে আওয়ামী লীগ প্রার্থী আহম্মদ আলীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ এনে বাকি চার প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেন।
তবে মেহেরপুর জেলা প্রশাসক ড.মুনসুর আলম খাঁন নির্বাচন পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন,নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে হয়েছে।
এদিকে আওয়ামীলীগের বর্ষিয়ান নেতা আহম্মেদ আলী নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাথারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান জননেতা এমএ খালেক,সাবেক সংসদ সদস্য মকবুল হােসেনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।