গাংনী পৌর নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ
মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। আওয়ামীলীগ থেকে নৌকা প্রতীক পেয়েছেন আহম্মেদ আলী, বিএনপি থেকে ধানের শীষ প্রতীক পেয়েছেন আসাদুজ্জামান বাবলু, ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাত পাখা প্রতীক পেয়েছেন আবু হুরাইরা এবং সতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম পেয়েছেন জগ প্রতীক।
বুধবার ৩০ ডিসেম্বর সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিয় কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা আহম্মেদ আলী। সকাল থেকেই উৎসবমূখর পরিবেশে প্রতীক দেওয়া হয়। কাল থেকে প্রচার প্রচারণা শুরু। প্রতীক বরাদ্দের সময় রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনের দেওয়া আচরণবিধি যথাযথ মেনে চলতে নির্দেশনা দেন।
গাংনী পৌরসভা নির্বাচনে ৪ জন মেয়র প্রার্থী, ১০জন সংরক্ষিত মহিলাসহ ৪৯ জন কাউন্সিলর প্রার্থী তাদের প্রতীক বুঝে নেন। উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে গাংনীপৌরসভা নির্বাচন।