গাংনী পৌর নির্বাচনে আ’লীগ প্রার্থী আহম্মেদ আলীকে বিজয়ী করতে ছাত্রলীগের সভা
আসন্ন মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী আহম্মেদ আলীকে বিজয়ী করতে ছাত্রলীগের নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে গাংনী পৌর এলাকার বাসস্ট্যান্ডের রেজাউল চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় ছাত্রলীগ সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি আদিব হাসান আসিফ। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী আহম্মেদ আলী।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,আ’লীগের প্রবীণ নেতা ও ধানখােলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সরােয়ার হােসেন, মেহেরপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন,মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজেদুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন রাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা গোলাম সাকলায়েন ছেপু, মেহেরপুর জেলা আওয়ামলীগের দুর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক এবং কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা,মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ।
এছাড়াও বক্তব্য রাখেন গাংনী পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু,গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন,সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ,জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাব্বারুল ইসলাম,জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক ইব্রাহিম হোসেন,সদস্য সাগর হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন কৃষকলীগ নেতা মশিউর রহমান পলাশ,সাবেক ছাত্রলীগ নেতা শামীম রেজা,ছাত্রলীগ কর্মী জাহাঙ্গীর হোসেন টিটুসহ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। বক্তারা বলেন,আগামী ১৬ জানুয়ারি গাংনী পৌর নির্বাচনে আ’লীগের মনােনিত প্রার্থী আহম্মেদ আলীর নৌকা মার্কা প্রতীককে বিজয়ী করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।