গাংনী পৌর এলাকায় রাস্তার উদ্বোধন
মেহেরপুরের গাংনী পৌর এলাকার রাস্তার কার্পোটিংয়ের কাজের উদ্বোধন করেছে গাংনী পৌরসভা। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের চৌগাছা বড় মসজিদের নিকট থেকে কাওছার ড্রাইভারের বাড়ী পর্যন্ত রাস্তার কার্পেটিংয়ের কাজের উদ্বোধন করা হয়। পৌর মেয়র আহম্মেদ আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন। রাস্তাটির দৈর্ঘ্য ১১৫৮ মিটার। প্রাকল্পিত ব্যয় ধরা হয়েছে ৫৮ লক্ষ ৭৬ হাজার টাকা। এ সময় প্যানেল মেয়র-১ আছাল উদ্দিন, প্যানেল মেয়র-৩ ঝরনা বেগম, প্রকৌশলী শামিম রেজা, উপ-সহকারী প্রকৌশলী রাজু আহম্মেদ, উচ্চমান সহকারী জামিরুল ইসলাম টিক্কা প্রমুখ উপস্থিত ছিলেন।