গাংনী পৌরসভা নির্বাচনে ৬ জন মেয়র, ৪০ জন সাধারন কাউন্সিলর ও ১০ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে মনোনয়ন পত্র জমা

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:07 PM, 20 December 2020

মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনে ৬ জন মেয়র, ৪০ জন সাধারন কাউন্সিলর ও ১০ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মনোনয়ন পত্র জমা করেছেন।মনোনয়ন পত্র জমা দানের শেষ দিন পর্যন্ত উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে ৬ জন মেয়র প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। পৌরসভার ৯ ওয়ার্ডে একাধিক মনোনয়ন পত্র জমা হলেও শুধুমাত্র ৬ নং ওয়ার্ডে ৮ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা

মেয়র প্রার্থীরা হলেন, বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত সাবেক মেয়র আহম্মেদ আলী, বাংলদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)এর দলীয় মনোনয়ন প্রাপ্ত উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় মনোনয়ন প্রাপ্ত আবু হুর্য়ারা, স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র আশরাফুল ইসলাম ,স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী আনারুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী বি এনপি নেতা ইনসারুল হক ইন্সু ।

নির্বাচন বিশ্লেষকদের মতে নির্বাচনের ফলাফল এখনই বলা না গেলেও গাংনীতে ত্রি-মূখী লড়াই হবে।আওয়ামীলীগ ও বিএনপি প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা থাকলেও স্বতন্ত্র প্রার্থী আশরাফুল ইসলাম (বর্তমান মেয়র)এখন দুই বৃহত্তম দলের মাঝে অন্তরায়। কারন কেউ কাউকে ছাড় দেবে না বলে জানা গেছে।

আজ রবিবার বিকেলে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী আহম্মেদ আলী, গাংনীর আওয়ামীলীগের রাজনৈতিক গুরু বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এম,এ খালেক,পৌর আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার হোসেন বাবলু, সেক্রেটারী আনারুল ইসলাম বাবু,কৃষকলীগ সেক্রেটারী আতিয়ার রহমান, সাবেক ছাত্রলীগ নেতা সাহিদুজ্জামান শিপু, দলীয় নেতা কর্মী বৃন্দকে সাথে নিয়ে মনোনয়ন জমা দেন।

অন্যদিকে বিএনপির মনোনিত প্রার্থী আসাদুজ্জামান বাবলুর সাথে জেলা বিএনপির সহ সভাপতি জুলফিকার আলী ভূট্টো, মটমুড়া ইউপির সাবেক চেয়ারম্যান সিরজুল ইসলাম, নাসিরউদ্দীন,ছাত্রদল নেতা নাজমুল হক উপস্থিত ছিলেন।এর আগে গত শনিবার দুপুরের দিকে স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র আশরাফুল ইসলাম তার সমর্থকদের নিয়ে মনোনয়ন পত্র জমা দেন।

এখানে উল্লেখ্য, গাংনী পৌরসভা ২০০১ ইং সালে প্রতিষ্ঠিত হয়।এবার ৫ম পর্যায়ের নির্বাচন। উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার আব্দুল আজিজ জানান,পৌরসভায় সর্বমোট ভোটার সংখ্যা- ২০ হাজার ৩ শ’ ৫৭ জন পুরুষ ভোটার ৯ হাজার ৭৬০ এবং মহিলা ভোটার ১০ হাজার ৫৯৭ জন। আগামী ১৬ জানুয়ারি -২০২১ ইং তারিখে গাংনীতে ইভিএম পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

আপনার মতামত লিখুন :