গাংনী পৌরসভা নির্বাচনে মনোনয়ন আওয়ামী লীগ থেকে পেলেন সাবেক মেয়র আহম্মেদ আলী
মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনের আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছে সাবেক মেয়র আহম্মেদ আলী।আজ শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ তথ্য নিশ্চিত করেন মনোনয়ন বোর্ডের একজন সদস্য।
আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন,জেলা আওয়ামীলীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক,গাংনী উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক গোলাম মোস্তফা,সাবেক মেয়র আহমেদ আলী,পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনারুল ইসলাম বাবু,সহ-সভাপতি নবীর উদ্দীন,সহ-সভাপতি মাসুল বিল্লাহ অভি,যুবলীগ সভাপতি মোশাররফ হোসেন ও সাবেক ছাত্র নেতা শাহিদুজ্জামান শিপু।