গাংনী পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র উত্তোলন করেন কাউন্সিলর পদপ্রার্থী শাহীনুজ্জামান
মেহেরপুর জেলার গাংনী উপজেলার গাংনী পৌরসভার আসন্ন নির্বাচন আগামী ১৬ জানুয়ারি ২০২১ খ্রি: রোজ শনিবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ নির্বাচন কমিশন(ইসি)।
তারই ধারাবাহিকতায় আজ রবিবার সকাল সাড়ে ১২ টায় গাংনী উপজেলা নির্বাচন অফিস থেকে মনোনয়ন উত্তোলন করেছেন ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী গাংনী পৌর আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহা: শাহীনুজ্জামান। তিনি ৬ নং ওয়ার্ডবাসীসহ সকলের দোয়া চেয়েছেন। গাংনী নির্বাচন অফিস সূত্রে জানা গেছে আজ পর্যন্ত ৬ নং ওয়ার্ডে কাউন্সিলর হিসাবে মনোনয়ন ফর্ম উত্তোলন করেছেন ৪ জন। আরো দুজন হলেন সাইদুর রহমান ও রবিউল ইসলাম।