মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনের মনোনয়ন পেয়েছে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। আজ শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে এ তথ্য নিশ্চিত করেন মনোনয়ন বোর্ডের একজন সদস্য।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত মনোনয়নপত্র তুলে দেয়া হয়েছে উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলুর হাতে।
বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন সাবেক চেয়ারম্যান ও গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা ও সাবেক ভারপ্রাপ্ত মেয়র ইনসারুল হক ইন্সু।
আসাদুজ্জামান বাবলু তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বলেন, বিএনপির সকল পর্যায়ের নেতা-কর্মীসহ সকল শ্রেণী-পেশার মানুষকে সাথে নিয়ে নির্বাচন করতে চাই। সকল ভেদাভেদ ভুলে ধানের শীষ কে বিজয়ী করার আহ্বান জানান তিনি। এ সময় নির্বাচন কমিশনকে সুষ্ঠু ও সুন্দর ভোট পরিচালনা করার জন্য আহ্বান আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশকঃ রাব্বী আহমেদ খালিদ
মোবাইলঃ ০১৭১৯-৩৯৩৩৪৪
ই-মেইল: rabbi.meherpur1@gmail.com