গাংনী পৌরসভা নির্বাচনের নৌকাকে বিজয় করার লক্ষ্যে সুধী সমাবেশ
মেহেরপুরের গাংনী পৌরসভার নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করার প্রতিশ্রুতি ব্যক্ত করলেন সুচি সমাজের প্রতিনিধিরা। আজ রবিবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে নৌকার পক্ষে সুধীসমাজের সমাবেশ অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা কৃষকলীগের সভাপতি সাজ্জাদ লীগ আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ সালাউদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নৌকার সহযোগিত কামনা করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সাবেক মেয়র আহম্মেদ আলী। এসময় আরো বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. একেএম শফিকুল আলম,শহীদ স্মৃতি পাঠাগার সহ সভাপতি ইয়াছিন রেজা,নারীনেত্রী নুর জাহান বেগম, ফারহানা ইয়াসমিন, হাজী এনামুল হক, সাবেক চেয়ারম্যান গোলাম সরওয়ার, অধ্যক্ষ রিয়াজ উদ্দীন,প্রভাষক মাসুম-উল হক মিন্টু ও মহিবুর রহমান মিন্টু, রাইপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মিজানুর রহমান রহমান, গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।মতবিনিময় সভার শুরুতেই নৌকা প্রতীকে বিজয় কামনা করে দোয়া মোনাজাত করা হয়।