গাংনী পৌরসভা নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী সাবেক ছাত্রলীগ নেতা শিপুর মতবিনিময় সভা
আসন্ন মেহেরপুরের গাংনী পৌরসভা নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী ও মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সমাজ সেবক সাহিদুজ্জামানের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকেলে গাংনী পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের ওলিপাড়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন স্থানীয় বাসিন্দা নজির আলী
এ সময় বক্তব্য রাখেন পৌর নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী ও সাবেক ছাত্রলীগ নেতা সাহিদুজ্জামান শিপু।
সাবেক ছাত্রলীগ নেতা উজ্জল হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন স্থানীয় যুবলীগ নেতা মজনুর রহমান,স্থানীয় বাসিন্দা সেলিনা খাতুন,বিলকিছ খাতুন,জয়নাল অাবেদীন প্রমুখ।
সাবেক ছাত্রনেতা সাহিদুজ্জামান শিপু তার বক্তব্য প্রদানকালে বলেন গাংনী পৌরসভার এই ওলিপাড়ার রাস্তার যে দুর্দশা। আপনারা যদি আমার পাশে থাকেন এবং সেবা করার সুযােগ দেন। তাহলে এ জরাজীর্ণ রাস্তাসহ সকল ধরণের উন্নয়নের কাজে নিজের জীবন উৎসর্গ করবো।