মেহেরপুর গাংনী পৌরসভা কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মহড়া দেয়া হয়েছে। আজ বুধবার বিকেলে গাংনী পৌর এলাকার বিভিন্ন অলিতে গলিতে ঘুরে এ মহড়া দেয়া হয়। এ মহড়ায় নেতৃত্ব দেন মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মোঃ জামিরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন গাংনী থানার ওসি মোঃ বজলুর রহমান,গাংনী থানার পুলিশ পরিদর্শক মোঃ সাজেদুল ইসলাম, থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান সহ অন্যান্য পুলিশ সদস্যরা।