গাংনী পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ০৩ দিন মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা জারি
মেহেরপুরের গাংনীতে আগামি ১৬ জানুয়ারি পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে মোটরসাইকেল সহ অন্যান্য যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার (০৭জানুয়ারি) বিআরটিএর উপ-পরিচালক আব্দুর রাজ্জাক’র স্বাক্ষরিত একটি জরুরী বিজ্ঞপ্তি জারি করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয় ২০১৮ সালের এর ৩২ ধারায় আগামী ১৪ ই জানুয়ারি রাত ১২টা থেকে ১৭ জানুয়ারি সকাল ০৬টা পর্যন্ত মোটরসাইকেল ও ১৫ জানুয়ারি রাত ১২টা থেকে ১৬ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত ট্রাক-পিকআপ চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়।
এছাড়া নির্বাচনের সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত দেশি/বিদেশি সাংবাদিক, নির্বাচনের কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং কতিপয় জরুরি কাজ যেমন- অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ কার্যক্রমে ব্যবহারের জন্য উল্লিখিত যানবাহন চলাচলের ক্ষেত্রে ওই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।