গাংনী পৌরসভার সাবেক কাউন্সিলর আলীহিমের ইন্তেকাল
মেহেরপুরের গাংনী পৌরসভার ২নং ওয়ার্ডের একাধিকবারের সাবেক কাউন্সিলর আলীহিম হােসেন (৫০) ইন্তেকাল করেছেন (ইন্না—রাজিউন) । আলীহিম হােসেন গাংনী পৌর এলাকার (২ নং ওয়ার্ড) শিশিরপাড়া গ্রামের বাসিন্দা। তিনি স্ত্রী,সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
শনিবার দুপুরে আলীহিম বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি কয়েক বছর যাবত জটিল রােগে ভূগছিলেন। মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গাংনী উপজেলা ছাত্রলীগের অন্যতম নেতা ও আলীহিমের ছােট ছেলে আল- মােস্তাকিম। এদিকে আলীহিম হােসেনের মৃত্যুতে গভীর শােক প্রকাশ করেছেন গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।