গাংনী পৌরসভার ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী
ভোট কেন্দ্র সার্বিক পরিস্থিতি অবলকন করার লক্ষে গাংনী পৌর এলাকার ৯টি ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলী। আজ শুক্রবার বিকেলে তিনি বিভিন্ন কেন্দ্রে যান ও কেন্দ্র সংলগ্ন বাসিন্দাদের সাথে কথা বলেন।
এস এম মুরাদ আলী বলেন, সুষ্ঠ সুন্দর নিরপক্ষে ভোট গ্রহণের লক্ষে সব গুলো কেন্দ্র পরিদর্শন করা হয়। কেন্দ্র গুলোর আশেপাশের মানুষের সাথে কথা বলে জানতে চেয়েছি এ কেন্দ্র গুলোর কোন সমস্যা আছে কিনা। এখন পর্যন্ত কোন কেন্দ্রের বড় ধরনের অভিযোগ পাওয়া যায়নি। তবে পুলিশ সতর্কতার সাথে দেখছে বিভিন্ন কেন্দ্র।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর এফ এম ফয়সাল, গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান, জেলা গোয়েন্দা সংস্থা ডিবির ওসি জুলফিকার আলী, ডিআইও-৩ একরামুল ইসলামসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সাথে ছিলেন।