গাংনী পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:21 PM, 10 February 2021

মেহেরপুরের গাংনী পৌরসভার নব-নির্বাচিত মেয়র আহম্মেদ আলীসহ সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলরদের দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বিকেল ৪টার দিকে পৌরসভার সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন মেয়র ও কাউন্সিলরবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌরসভার ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মলিদা খাতুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমএ খালেক।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংবর্ধিত গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী,গাংনী থানার ওসি (তদন্ত) সাজেদুল ইসলাম।

গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশের পরিচালনায় -এসময় বক্তব্য রাখেন পৌর মেয়র আহম্মেদ আলীর সহধর্মিনী লতিফা খাতুন, গাংনী সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু,গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন,গাংনী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রাহিবুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাংনী পৌরসভার ২ নং ওয়ার্ডের নব-নির্বাচিত কাউন্সিলর মিজানুর রহমান,৪ নং ওয়ার্ডের কাউন্সিলর আছাল উদ্দীন,৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মকছেদ আলী,৮ নং ওয়ার্ডের কাউন্সিলর হাফিজুল ইসলাম,পৌর মেয়র আহম্মেদ আলীর পুত্র শোয়েব আহম্মেদ,গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসমাইল হোসেন,গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক,গাংনী সরকারী ডিগ্রী কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসিব।
এসময় উপস্থিত ছিলেন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার ইঞ্জিনিয়ার শামীম রেজা।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলালা মোহাম্মদ রুহুল আমীন।

অনুষ্ঠানের শুরুতে অতিথি ও নব-নির্বাচিত মেয়র এবং কাউন্সিলরদের ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।

এর আগে নব-নির্বাচিত মেয়র আহম্মেদ আলী ও কাউন্সিলররা পৌরসভায় প্রবেশ করলে,পৌর কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে তাদের লাল গালিচা দেয়া হয়।

আপনার মতামত লিখুন :