গাংনী পৌরসভার আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীর প্রচারণা ও মাস্ক বিতরণ
মেহেরপুরের গাংনী পৌরসভার আসন্ন নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্রার্থী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু প্রচারণা ও মাস্ক বিতরণ শুরু করেন।
আজ মঙ্গলবার বেলা ১১টা থেকে গাংনী পৌর এলাকার বিভিন্ন মার্কেটে ব্যবসায়ীদের মাঝে করোনা বিস্তার রোধে মাস্ক ও নিজের নির্বাচনী প্রচারণার হ্যান্ডবিল তিনি বিতরণ করেন।
এসময় পৌর আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু সহ পৌর আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মীসহ স্থানীয় জনগন উপস্থিৎ ছিলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে মানুষের সেবার ব্রত নিয়ে জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করি। গাংনী পৌরবাসির উন্নয়নে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক এর ভালবাসা ও পরামর্শে কাজ করে চলেছি। যে কারণে তিনি নৌকার প্রার্থী হওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদি বলে মনে করেন।
তিনি বলেন জননেত্রী শেখ হাসিনা যদি আমাকে মুল্যায়ন করেন তাহলে আমি নৌকার মর্যাদা রাখতে সক্ষম হব এবং জনগনের সেবাই প্রাণ পন চেষ্টা করব।