গাংনী নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি নেতা জুলফিকার আলী ভুট্টো বহিষ্কার

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  09:46 PM, 04 May 2024

দলীয় সিদ্ধান্ত অমান্য করে গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে অংশ করায় মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো কে বহিষ্কার করেছে বিএনপি।
শনিবার (৪ মে) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে তার বহিষ্কারের কথা জানানো হয় বলে নিশ্চিত করেছেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি মাসুদ অরুন।
চিঠিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে দলীয় গঠনতন্ত্র মোতাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে জুলফিকার আলী ভুট্টোকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
দল থেকে বহিষ্কার প্রসঙ্গে গাংনী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো বলেন, আমি এ বিষয়ে জেনেছি। এখনো কোনো চিঠি হাতে পাইনি। তবে এসব বিষয় মাথায় নিয়েই তো আমি নির্বাচনে নেমেছি।

আপনার মতামত লিখুন :