গাংনী থানা বিএনপির সম্পাদক বাবলুর জামিন লাভ
নাশকতার মামলায় ১২ দিন কারাবরণ শেষে মেহেরপুরের গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু জামিন পেয়েছেন।
আজ বুধবার (৭ আগস্ট) বিকেল ৩ টার দিকে মেহেরপুর আদালত থেকে তিনি জামিন লাভ করেন।
এর আগে গত ২৬ জুলাই সকালে গাংনী থানা পুলিশের একটিদল গাংনী হাসপাতাল বাজারস্থ বাবলুর নিজ বাসভবনের সামনে থেকে গ্রেপ্তার করে।
এদিকে,বিএনপির নিবেদিত প্রাণ আসাদুজ্জামান বাবলু জামিন পাওয়ার পর তাকে স্বাগত জানাতে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মােটরসাইকেল শােডাউন করেন। সেই সাথে ফুল দিয়ে অভিনন্দন জানান।
পরে গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ডে আসাদুজ্জামান বাবলুকে তাৎক্ষনিক ভাবে সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা কৃষকদলের আহবায়ক মাহবুবুর হােসেন,গাংনী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হােসেন মেঘলাসহ বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।