গাংনী থানা পুলিশের উদ্যোগে বদলিকৃত পুলিশ সদস্যদের বিদায় সংবর্ধনা
মেহেরপুরের গাংনী থানা পুলিশের অফিসার ইনচার্জ বজলুর রহমানসহ অন্যান্য সদস্যগণ গাংনী থানার বিদায়ী এসআই (নিঃ) হাবিবুর রহমান ও কনস্টেবল আব্দুল হক দ্বয়কে থানার বাগানের গোলাপ ফুল ও উপহার সামগ্রী দিয়ে বিদায় জানিয়েছেন। শুক্রবার সন্ধ্যার পর তাদেরকে এ বিদায় সংবর্ধনা ও উপহার সামগ্রী দেয়া হয়।
গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান বিদায়ী পুলিশ সদস্যদেরকে বদলিকৃত স্থানে যোগদান করে সততা ও সুনামের সাথে কাজ করে পুলিশ বাহিনীর মান সমুন্নত রাখার আহ্বান জানান। এ সময় ইন্সপেক্টর (তদন্ত) সাজেদুল ইসলাম, থানার অন্যান্য অফিসারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।