গাংনী থানা পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ ও সচেতনমূলক অভিযান
মেহেরপুরের গাংনীতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেছে গাংনী থানা পুলিশ।
আজ শুক্রবার (১৮ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে গাংনী বাসস্ট্যান্ডে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ও করোনা সংক্রামণ রোধে গাংনী থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমানের নেতৃত্বে পুলিশ কর্মকর্তাদের নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেছে গাংনী থানা পুলিশ।
গাংনী থানার ওসি বজলুর রহমান বলেন, জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে গাংনী থানা পুলিশ এ উদ্যোগ নিয়েছে। যারা মাস্ক পরিধান সম্পর্কে অবগত নয়, তাদের সচেতন করার লক্ষ্যে আমরা বিনামূল্যে মাস্ক বিতরণ করেছি এবং এ কর্মসূচী অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন গাংনী থানার তদন্ত ওসি সাজেদুল ইসলাম, এসআই জহির রায়হান, আব্দুর রাজ্জাক, সুদংস হালদার প্রমুখ