গাংনী থানার কনস্টেবলের মৃত্যু
চির বিদায় নিয়ে না ফেরার দেশে চলে গেলেন গাংনী থানার কনস্টেবল মোঃ হাসিবুর রহমান। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি নিজ বাসভবনে ইন্তেকাল করেন( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
হাসিবুর রহমান কুষ্টিয়া দৌলতপুর ফিলিপনগর গ্রামের বাসিন্দা।তিনি মেহেরপুর গাংনী থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান বলেন, ৬ সেপ্টেম্বর থানায় কর্তব্য পালন কালে হাসিবুর রহমান অসুস্থ হয়ে পড়ে,পরে তাকে চিকিৎসা দেওয়া হয়।তারপর থেকে সে বাড়িতে চিকিৎসা গ্রহণ করে। শনিবার রাতে তার রোগ বৃদ্ধি পেলে তাকে কুষ্টিয়া দৌলতপুরের একটি হাসপাতালে তোলা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
রোববার বেলা দুইটার সময় তার নিজ গ্রামে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
হাসিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবায়দুর রহমান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তাঁর অকালমৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।