গাংনী কেন্দ্রীয় ঈদগাহ পাড়ায় মহিলা সমাবেশ
মেহেরপুরের গাংনী পৌর এলাকার কেন্দ্রীয় ঈদগাহপাড়ায় মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ রােববার বিকেলে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আসন্ন গাংনী পৌর নির্বাচনে মেয়র পদের মনােনয়ন প্রত্যাশী ও মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি এবং সাবেক সংসদ সদস্য মকবুল হোসেনের একান্ত সহকারী সাহিদুজ্জামান শিপু।
সমাবেশে বক্তব্য রাখেন গাংনী পৌর এলাকার ৫ নাম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক টিপু সুলতান, কৃষকলীগ নেতা মিজানুর রহমান মজনু, গাংনী প্রগতি ক্লাবের সাধারণ সম্পাদক তুষার ইমরান, আওয়ামীলীগ নেতা জিয়াউল হক ও গাংনী শেখ রাসেল মেমোরিয়াল ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি সাহিদুজ্জামান শিপু তার বক্তব্যেই বলেন,স্থানীয় জনগণের যেকোনো ধরণের সমস্যায় আমি আগেও যেভাবে পাশে থেকেছি। এখনও থাকবো।