গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে চিকিৎসা সামগ্রী প্রদান
মেহেরপুরের গাংনী একটি সীমান্তবর্তী উপজেলা। প্রতিদিনই মহামারী করোনা ভাইরাসের সংক্রমণে দিশেহারা হয়ে পড়েছে এই উপজেলার মানুষ। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেকে চিকিৎসা সামগ্রী প্রদান করেছেন গগাংনী উন্নয়ন ফাউন্ডেশন। সোমবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদের সভা কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এ চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে চিকিৎসা সামগ্রী প্রদান চিকিৎসা সামগ্রীর মধ্যে রয়েছে, দুটি অক্সিজেন কনসেনট্রেটর, ৫০টি পিপিই ও ১০ হাজার সার্জিক্যাল মাস্ক।
গাংনী উন্নয়ন ফাউন্ডেশন সংগঠনের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি খানম, ডালের উপর জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল হাসান শাওন ও বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ডিজিএম শামসুল আলম। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।