গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করলেন এমপি খোকন
মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করলেন মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা সাহিদুজ্জামান খোকন। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে তিনি এ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। পরিদর্শনে রোগীদের জন্য বরাদ্দকৃত খাদ্য সামগ্রীর মান যাচাই, রোগীদের স্বাস্থ্য সেবার মান যাচাই, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের চাহিদা যাচাই। দেখা গেছে, চাহিদা অনুযায়ী ২৮ জন ডাক্তারের মধ্যে ১৪ জন ডাক্তার ছিল। তন্মধ্যে ২ জন মাতৃত্বকালিন ছুটিতে এবং আরো ৩ জনকে এখান থেকে সরিয়ে নেয়া হয়েছে। এ বিষয়ে তিনি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের সাথে কথা বলেছেন এবং দ্রুত সময়ের মধ্যে এ সংকট দুর করার জন্য আশ্বস্ত করেছেন। তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের আঙ্গিনায় ভ্যান চালকদের অযথা চলাফেলা বন্ধের প্রতি গুরুত্ব আরোপ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি আন্তরিকতার সাথে দেখার পরামর্শ দেন। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি চতুর্থ তলাতে উঠানামায় রোগী ও স্বজনদের কষ্ট লাঘবে লিফ্টের কোন ব্যবস্থা আপাতত করা যাচ্ছে না বলে জানান। তবে এ বিষয়ে পরবর্তীতে কোন সুযোগ থাকলে ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বস্ত করেন। সর্বপরি মাস্ক ব্যবহার নিশ্চিত করন ও পারস্পারিক দুরত্ব মেনে সকলকে করোনা ভাইরাস প্রতিরোধে সহযোগিতা করার আহবান জানান।
এ সময় গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান, সেকেন্ড অফিসার হাবিবুর রহমান, ডাঃ বৃধাদিত্ত দাস, ডাঃ হামিদুল ইসলাম, ডাঃ সাদমানসহ অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।