গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন
মেহেরপুরের গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠন করা হয়েছে। ৬১ সদস্য বিশিষ্ট এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন উপজেলার সিন্দুরকৌটা-কামারখালি-ছাতিয়ান (এসকেএস) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হােসেন,সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক মোস্তাফিজুর রহমান বাবলু ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন কাজীপুর মাথাভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হােসেন।
১৫ অক্টোবর, বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতির মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আল হেলাল স্বাক্ষরিত আগামী ৩ বছরের জন্য গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি অনুমােদন প্রদান করা হয় ।
এদিকে,গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির এ কমিটির সকলকে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।