গাংনী উপজেলা প্রশাসন ও গাংনী থানা’র হস্তক্ষেপে জুগিরঘোপা মৎস্য খামার (কথিত পার্ক) সর্বসাধারণের প্রবেশ বন্ধ
মেহেরপুর গাংনী উপজেলার জুগিরঘোপা মৎস্য খামারে (কথিত পার্ক) সর্বসাধারণের প্রবেশ বন্ধ করে দিয়েছে গাংনী উপজেলা প্রশাসন ও গাংনী থানা পুলিশ। গত রবিবার গাংনীর চোখ ও এমটিভি অনলাইনে”গাংনীর কথিত পার্কের দিনে-দুপুরে চলছে যৌন ব্যবসা” এমন শিরোনামে ভিডিওসহ সংবাদ প্রকাশের পর এমন সিদ্ধান্ত নেন গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ ও গাংনী থানার ওসি ওবাইদুর রহমান।
গত সোমবার(৩১ আগস্ট) জুগিরঘোপা মৎস্য খামারের কথিত পার্কে জনসাধারণের প্রবেশে বন্ধের সিদ্ধান্ত নেন।
গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ জানান, আমরা প্রশাসনিকভাবে কথিত পার্ক পরিদর্শনের মাধ্যমে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করি। তিনি আরো বলেন পার্কে এমন অনৈতিক কার্যক্রম হবেনা এই শর্তে মুচলেকা দিয়েছে জুগিরঘোপা মৎস্য খামারের কথিত পার্কের মালিক হেদায়েত উল্লাহ ওরফে অ্যালবার্ট।
গাংনী থানার ওসি ওবাইদুর রহমান জানান, বিষয়টি আমি শোনার সাথে সাথে গাংনী থানা থেকে একটি পুলিশ টিম পাঠায় এবং অনৈতিক কার্যক্রম বন্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করি।
উল্লেখ্যঃগত রবিবার(৩০ আগস্ট) রাতে গাংনীর চোখ ও এমটিভি অনলাইনে””গাংনীর কথিত পার্কের দিনে-দুপুরে চলছে যৌন ব্যবসা”” এমন শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।