মেহেরপুরের গাংনী উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে নবাগত জেলা প্রশাসক সিফাত মেহনাজের সাথে সকল সরকারি কর্মকর্তাদের মত বিনিময় সভার আয়োজন করা হয়। বৃহষ্পতিবার(২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক সিফাত মেহনাজ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারকের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রাণী, সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, কৃষি অফিসার ইমরান হোসেন, থানা অফিসার ইনচার্জ তাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, কাজীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলম হুসাইন, বাজার কমিটির সভাপতি সালাউদ্দীন শাওন, ছাত্র সমন্বয়ক মুজাহিদুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক, ধর্মীয় নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ও প্রতিনিধি, বাজার কমিটির প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেন গাংনীর বিভিন্ন সমস্যা নিয়ে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সিফাত মেহনাজ বলেন, শিক্ষা, চিকিৎসার সমস্যাগুলোর দ্রুত সমাধানের ব্যবস্থা করা হবে। গাংনীর কাজলা ও ছেউটিয়া খাল খননসহ বিভিন্ন সমস্যা সমাধানে তিনি কাজ করবেন। কৃষি এবং মৎস্য খাতে আরও উন্নয়ন করা হবে। বিশেষ করে মাদক নির্মুলে সর্বোচ্চ কাজ করার কথা জানান তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ রাব্বী আহমেদ খালিদ
মোবাইলঃ ০১৭১৯-৩৯৩৩৪৪
ই-মেইল: rabbi.meherpur1@gmail.com