গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে শোক দিবস পালন
নানা আয়োজনের মধ্য দিয়ে মেহেরপুরের গাংনীতে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।আজ রবিবার সকাল ৮ টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে মুক্তিযুদ্ধ কমপ্লেক্স চত্ত্বরে স্থাপিত জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি খানম ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক। পৌর মেয়র আহম্মেদ আলী, গাংনী থানার ওসি বজলুর রহমান, উপজেলা কৃষি অফিসার কে এম শাহাবুদ্দিন আহম্মেদ, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী, পৌর আওয়ামী লীগ সভাপতি ছানোয়ার হোসেন বাবলু, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, উপজেলা যুবলীগ সভাপতি মোশাররফ হোসেনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ নিজ নিজ প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষে পুষ্পার্ঘ অর্পণ করেন।