গাংনী উপজেলা ও পৌর ছাত্রদলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাংনীর চোখগাংনীর চোখ
  প্রকাশিত হয়েছেঃ  05:40 AM, 05 March 2021

মেহেরপুরের গাংনীতে উপজেলা ও পৌর ছাত্রদলের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে গাংনী বাসস্ট্যান্ডে বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল রানা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন। বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা বিএনপি’র সভাপতি ও তেতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল হক। উপজেলা ছাত্রদলের আহবায়ক সাজেদুর রহমান বিপ্লবের সঞ্চালনায় এ সময় মেহেরপুর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি-আব্দাল হক, সাধারণ সম্পাদক-কাওছার আলী, গাংনী উপজেলা যুবদলের আহবায়ক মালেক হোসেন (চপল), উপজেলা যুবদলের সদস্য সচিব -জাহিদ হোসেন, পৌর যুবদলের আহবায়ক-সাইদুল ইসলাম, সদস্য সচিব- এনামুল হকসহ উপজেলার বিভিন্ন গ্রাম হতে আগত বিএনপি ও ছাত্রদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন :