গাংনী উপজেলা ও পৌর ছাত্রদলের দুইটি ইউনিট কমিটির অনুমোদন
- মেহেরপুর জেলার অধীন উপজেলা ও পৌর ছাত্রদলের দুইটি ইউনিট কমিটির অনুমোদন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। বৃহস্পতিবার কেন্দ্রীয় সংসদের সহ দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি মারফত বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সাজেদুর রহমান বিপ্লবকে উপজেলা কমিটির আহবায়ক ও বিপ্লব হোসেনকে সদস্য সচিব মনোনীত করে ২১ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। জুয়েল রানাকে পৌর কমিটির আহ্বায়ক ও শিশির আহমেদ শাকিলকে সদস্য-সচিব মনোনীত করে ২১ সদস্যের আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। মনোনীত কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির নিকট জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।